ম্যাকবুক ল্যাপটপে অ্যাপল আইডি খোলার নিয়ম জেনে নিন
ম্যাকবুক ল্যাপটপে অ্যাপল আইডি খোলার নিয়ম এবং ম্যাকবুক এর কাজ কি জানার জন্য অনেকে খুঁজাখুঁজি করেন কিন্তু আপনার মনের মতো তথ্য পান না। আপনাদের জন্য সঠিক তথ্য নিয়ে বিস্তারিত জানাবো। লেখা গুলো মনোযোগ সহকারে পড়বেন তাহলে আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন।
ম্যাকবুক কি এবং অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে এই সব বিষয়ে বিস্তারিত জানাবো। আরও কোনো বিষয়ে জানার জন্য পুরো লেখাটি ভালো করে পড়বেন।
ভূমিকা
অ্যাপল ল্যাপটপ একটি অ্যামেরিকান ব্রান্ড। এই ল্যাপটপটি তার নিজস্ব সিস্টেম অনুযায়ী চলে আপনার মতো করে অ্যাপল ম্যাকবুক চলবে না। অ্যাপলের ল্যাপটপ ব্যবহার করতে হলে প্রথমেই অ্যাপল আইডি খুলে সেট আপ করে নিতে হবে। ম্যাকবুক ল্যাপটপে অ্যাপল আইডি খোলার নিয়ম ভালো করে পড়ে আপনি নিজেই অ্যাপল আইডি খুলে নিতে পারেন।
অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে
৪ দশকে পা দিয়েছেন মার্কিন টেক জায়ান্ট অ্যাপল, ১৯৭৬ সালে এপ্রিলের প্রথম সপ্তাহে যাত্রা শুরু করে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। গত ৪১ বছরে অ্যাপলের অনেক ইনোভেশন বদলে দিয়েছে পুরো পৃথিবী, কেমন ছিল অ্যাপলের ৪ দশক এবং অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে এবং তার বিষয়ে পুরো ইতিহাস জেনে নিবো।
১৯৭৬ সালে স্টিভ ওজনিয়াক নিজেই একটা কম্পিউটার নকশা করে সেই কম্পিউটার তৈরি করে ছিলেন। স্টিভ ওজনিয়াক তাঁর বন্ধু স্টিভ জবসকে দেখানোর পর তারা দুই জনে ভাবে কম্পিউটারটি বিক্রি করবেন। স্টিভ ওজনিয়াক তাঁর বন্ধু স্টিভ জবসের হাত ধরে আজকের প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের শুরু হয়েছিলো। তাদের বানান প্রথম কম্পিউটারটির নাম ছিল Apple1।
এর এক বছর পর Apple2 তৈরি করে ছিলেন। বেশ কয়েক বছর পর ১৯৮৩ সালে প্রথম অ্যাপল আনে মাউস সহ ভিসা কম্পিউটার সে সময় এই কম্পিউটারটির দাম রাখা হয় ১০ হাজার মার্কিন ডলার। পরের বছর অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা বহন যোগ্য কম্পিউটার 2c নিয়ে এলো অ্যাপল। সেই সাথে অ্যাপল কম্পিউটার নিয়ে এলো Mac intres কম্পিউটার, যাত্রা শুরু করে ম্যাক।
১৯৯১ সালে স্টিভ জবস প্রথম অ্যাপলের ল্যাপটপ নিয়ে আসে। ১৯৯৩ সালে তারা নিয়ে আসে অ্যাপল এর ক্যামেরা এবং imac কম্পিউটার অ্যাপলের পাওয়ার পয়েন্ট সহ অন্যান্য ডিভাইস তৈরি করে ছিলেন। অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা স্টিভ জবস মারা যাওয়ার পর অ্যাপলের প্রতিষ্ঠানটি অ্যাপল ওয়াচ, ম্যাকবুক, আইফোন, আইপ্যাড আরও অনেক কিছু তৈরি করেছেন।
ম্যাকবুক কি
ম্যাকবুক হলো অ্যাপল সিরিজের ল্যাপটপ। অ্যাপল সিরিজের ল্যাপটপ তিন ধরনের রয়েছে যেমন পাওয়ারবুক, আইবুক এবং ম্যাকবুক। ম্যাকবুক ল্যাপটপের আবার অনেক ধরনের ল্যাপটপ রয়েছে। ২০০৬ সালে ম্যাকবুক সহ অ্যাপলের আরও তিন ধরনের ল্যাপটপ পাওয়া যেতো। বর্তমানে ম্যাকবুক এর অনেক ভার্সন বাজারে পাওয়া যাই। ম্যাকবুক একটি প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ। ম্যাকবুক ল্যাপটপ বর্তমানে অনেক জনপ্রিয়।
ম্যাকবুক ল্যাপটপ বাজারে খুব চলমান ছিল কারণ ম্যাকবুক অনেক ভালো কাজ করে। ম্যাকবুক ল্যাপটপে কিছু কিছু ফিচার আছে যা অন্যান্য উইন্ডোজ বা ডিভাইস গুলোয় থাকে না। ম্যাকবুক ল্যাপটপ যারা নতুন কিনবেন তাদের ম্যাক এর সম্পর্কে জানতে হবে। ম্যাকবুক নতুন ভার্সন ল্যাপটপ গুলো দেখতে অনেকটা সুন্দর।
ম্যাকবুক তাঁর নিজস্ব সিস্টেম অনুযায়ী চালিত হয় তাই একে ম্যাকওএস নামে ডাকে। ম্যাকবুক তৃতীয় প্রজন্মের তৈরিকৃত একটি ল্যাপটপ। ম্যাকবুক হলো নোটবুক কম্পিউটার এর একটি মার্কা যার উৎপাদন করেছে অ্যাপল। ম্যাকবুক ল্যাপটপ অনেকের কাছে একটি পছন্দনীয় একটি ডিভাইস।
ম্যাকবুক এর কাজ কি
আমরা অনেকে অ্যাপলের ম্যাকবুক ল্যাপটপ কিনতে চাই, তাঁর আগে আমাদের জেনে নিতে হবে ম্যাকবুক এর কাজ কি সেই সম্পর্কে। ম্যাকবুক ল্যাপটপ অনেক হাই কনফিগার এর একটি ল্যাপটপ। ম্যাকবুক ল্যাপটপ যেমন দেখতে সুন্দর তেমনি ম্যাকবুক এর কাজও অনেক ভালো সার্ভিস দেয়। তো চলুন ম্যাকবুক এর কাজ কি সে গুলো জেনে নেওয়া যাক।
ম্যাকবুক ল্যাপটপ উইন্ডোজ এর থেকে বেটার একটি ডিভাইস, ম্যাকবুক ডুরাবিলিটি অনেক হাই কোয়ালিটির হয়ে থাকে। এই ল্যাপটপটি বেস মজবুত, ম্যাটারিয়াল, হাই কোয়ালিটি সব দিক দিয়েই পারফেক্ট একটি ডিভাইস। ম্যাকবুক এর ল্যাপটপ সহজে নষ্ট হয় না, ম্যাকবুক এর ল্যাপটপ অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন।
ম্যাকবুক ল্যাপটপ এর ব্যাটারি ব্যাকআপ অনেক হাই কোয়ালিটির দেওয়া আছে। ব্যাটারি ব্যাকআপ ভালো নিতে হলে অ্যাপলের ম্যাকবুক ল্যাপটপ বেটার। অন্যান্য কোম্পানির ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বর্তমানে ভালো করার চেষ্টা করছে তবে ম্যাকবুক এর থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ কোনো কোম্পানি দিতে পারবে না। তাই ম্যাকবুক এটার জন্য
অনেক ভালো একটি ডিভাইস।
যারা ইতোমধ্যে অ্যাপলের অন্যান্য ডিভাইস [আইফন, আইপ্যাড, পাওয়ারবুক ইত্যাদি] গুলো ব্যবহার করে থাকেন তারা অ্যাপল ইকো সিস্টেমটা ব্যবহার করতে অনেক সুবিধা হবে। আপনি যদি অ্যাপল ইকো সিস্টেম এর মধ্যে থাকেন তাহলে ম্যাকবুক আপনার জন্য ব্যবহার যোগ্য। ইকো সিস্টেম অনেক শক্তিশালী এবং এর ফিচার গুলো অনেক বেশি ইউজফুল।
পারফরমান্স পার ওয়াট এই শব্দটি শুধু যদি পারফরমান্স এর হিসাব করি তাহলে ম্যাকবুক এর থেকে আরও অনেক ডিভাইস আছে যে গুলোতে ম্যাক এর থেকে ভালো পারফমান্স দেয়। আর যদি আমরা পারফরমান্স পার ওয়াট এই শব্দটি যদি হিসাব করি তাহলে ম্যাকবুক হচ্ছে সবচেয়ে ভালো। আর ম্যাকবুক এর পারফরমান্স পার ওয়াট ভালো হওয়ার কারণ হলো ম্যাকবুক এর সফটওয়ার যেটা ম্যাকওএস, ম্যাকওএস এর অপটিমাইজেশন টা ফোওয়ারলেস হওয়ায় অনেক ভালো একটি ল্যাপটপ।
ম্যাকবুকে যদি ফটোশপে ভিডিও এডিটিং করা যাই তাহলে ম্যাকবুক এ অনেক ভালো কার্ড পাওয়া যাই যেটা অন্যান্য উইন্ডোজে এতো ভালো পারফরমান্স পার ওয়াট পাবেন না। যদি পারফরমান্স পার ওয়াট ভালো পেতে চান তাহলে ম্যাকবুক ল্যাপটপ বেটার।
রেসেল ভ্যালু আমাদের অনেকের প্রয়োজন পরে অন্যান্য উইন্ডোজ এর থেকে ম্যাকবুক এর রেসেল ভ্যালু অনেক ভালো। ম্যাকবুকের সিকিউরিটি অনেকটা ভালো, ম্যাকবুকের সিকিউরিটি অন্যান্য উইন্ডোজ এর থেকে অনেক ভালো। উইন্ডোজে সিকিউরিটি থাকলেও ভাইরাস ঢুকে যায় ম্যাকবুক এর সিকিউরিটি অনেকটা হার্ড হলেও ভাইরাস খুব কম ঢুকতে পারে। মাচবুক এর অনেক জায়গায় সিকিউরিটি প্রাইভেট হয়ে থাকে তাই ভাইরাস খুব কম ঢুকতে পারে।
আমরা অনেকেই অনলাইন জগতে কাজ করে থাকি কেউ আবার গ্রাফিক্স ডিজাইনের কাজ করে থাকি। যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তাদের জন্য ম্যাকবুক অনেক ভালো একটি ল্যাপটপ। ম্যাকবুক এর এসএসডি কার্ড অনেক হায় কোয়ালিটির হয়ে থাকে এবং হায় কনফিগারের ও হয়ে থাকে।
ম্যাকবুক ল্যাপটপে অ্যাপল আইডি খোলার নিয়ম
আমরা অনেকে অ্যাপল ল্যাপটপ বা আইফন ব্যবহার করে থাকি। যারা নতুন অ্যাপলের ল্যাপটপ বা আইফন কিনবেন তখন অ্যাপল আইডি ছাড়া অ্যাপলের ল্যাপটপ বা ফোন কোনো ভাবে ব্যবহার করতে পারবেন না। তাই অ্যাপলের ল্যাপটপ বা ফোন কেনার পর অ্যাপল আইডি খুলতে হবে। আইফন বা ম্যাকবুক ল্যাপটপে অ্যাপল আইডি খোলার নিয়ম জেনে নিন। আপনাদের নতুন নিয়মে অ্যাপল আইডি কিভাবে খুলতে হয় সে গুলো জেনে নিন।
অ্যাপল আইডি নতুন ভাবে খোলার জন্য সেটিংস অথবা কোনো ব্রাউজারে appleid.com লিখে সার্চ করে অ্যাপল আইডি খুলা সম্ভব। সেটিং এ আসার পর দেখবেন Sign in with your Apple ID এর একটি অপশনটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার যদি কোনো অ্যাপল আইডি থাকে তাহলে Gmail দিয়ে লগইন করলেই হবে যদি অ্যাপল আইডি খুলতে চান তাহলে Creat Apple ID অপশনটিতে ক্লিক করতে হবে তাহলে পরের ধাপ চলে আসবে।
জন্ম তারিখ দেওয়ার অপশন আসবে সেখানে জন্ম তারিখ এবং সাল বসাতে হব। মনে রাখতে হবে ১৮ বছর এর নিছে বয়স দিলে সেটা গ্রহণ যোগ্য হবে না। ১৮ বছর বয়স হিসাব করে বসিয়ে next করতে হবে পরের ধাপে যাওয়ার জন্য। এর পর আসবে নাম, First name এবং Last name দিয়ে দিতে হবে। এর পর ইমেইল এড্রেস বসাতে হবে ইমেইল নতুন দিতে হবে। পুরনো অ্যাপল আইডির ইমেইল দিয়ে আইডি খুলা যাবে না।
এর পর দিতে হবে ৮ ক্যারেক্টার এর পাসওয়ার্ড প্রথম অক্ষর ইংলিশ বড় হাতে এবং ছোট হাতের, সংখ্যা এবং আইকন দিয়ে পাসওয়ার্ড দিতে হবে তাতে করে পাসওয়ার্ড শক্তিশালী হয়ে উঠবে। এর পর ফোন নাম্বার এবং দেশের নাম দিয়ে নেক্সট করে পরের ধাপে যেতে হবে। এর পর ভেরিফাই করা শুরু হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর একটা কোড দিবে সেটা বসিয়ে আরেকটা অপশন আসবে সেটাতে Agree করে দিলেই অ্যাপল আইডি হয়ে যাবে।
অ্যাপল আইডি হওয়ার পর পর ম্যাকওএস এর পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। অ্যাপল আইডি হওয়ার পর অ্যাপ ষ্টোর আরও অন্যান্য জায়গায় অ্যাপল আইডি সেট আপ কররে নিতে হবে, তাহলে ম্যাকবুক চালাতে আরও অনেক সহজ হয়ে যাবে।
অ্যাপল ল্যাপটপের দাম
বাংলাদেশে অনেক ব্রান্ডের ল্যাপটপ আছে যা অনেক দামি আবার কম দামের ও ল্যাপটপ পাওয়া যায়। তবে আমাদের অনেকের কাছে অ্যাপল ল্যাপটপের দাম কত সে সম্পর্কে কোন ধারনা নাই তাই আপনাদের মাঝে সকল ব্রান্ডের অ্যাপল ল্যাপটপের দাম তুলে ধরবো। অ্যাপল ব্রান্ডের মার্কেট প্রাইস এবং আন-অফিসিয়াল প্রাইস জানাবো।
Macbook Air M1 ল্যাপটপটির Ram:8GB LPDD4X এবং Storage:256GB SSD Graphics Card Gpu: 8 core battery 49.9 WH ল্যাপটপটির দাম ৯৯৫০০ থেকে ৯৬৫০০ পর্যন্ত তাছাড়া অন্যান্য জাইগায় আরও অনেক কম দাম এর পাওয়া যাই তবে সেটা কত দিন চলবে কোন থিক নাই।
MacBook Pro M1 ল্যাপটপটির Ram:8GB LPDD4X এবং Storage:256GB SSD Graphics Card Gpu: 8 core battery 58.2 WH ল্যাপটপটির দাম এক লাখ ত্রিশ হাজার থেকে এক লাখ বাইশ হাজার পর্যন্ত। MacBook Pro M2 ল্যাপটপটির Ram:16GB এবং Storage:256GB SSD Graphics Card Gpu: 8 core battery 52.6 WH ল্যাপটপটির দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা।
MacBook Air M2 Chip Model ল্যাপটপটির Ram:8GB এবং Storage:512GB SSD Graphics Card Gpu: 10 core battery 52.6 WH ল্যাপটপটির দাম এক লাখ সপ্তয়াসি হাজার নয়ইশো টাকা। MacBook Pro M1Max Os:MacOs ল্যাপটপটির Ram:32GB এবং Storage:1TB SSD Graphics Card Gpu: 32 core battery 100WH ল্যাপটপটির দাম তিন লাখ দশ হাজার টাকা।
লেখকের মন্তব্য
অ্যাপল ল্যাপটপ একটি অ্যামেরিকান ব্রান্ড। অ্যাপল ল্যাপটপ অন্যান্য ল্যাপটপ এর থেকে অনেক গুন ভালো যেমন ম্যাকবুক ল্যাপটপে প্রতিটা জাইগায় সিকিউরিটি রয়েছে পাসওয়ার্ড ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না। কেউ অ্যাপল ল্যাপটপ কিনলে অবশ্যই অ্যাপল আইডি খুলে নিবেন। ম্যাকবুক ল্যাপটপে অ্যাপল আইডি খোলার নিয়ম উপরে লিখা আছে ভালো করে পড়ে অ্যাপল আইডি খুলতে পারবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url